আমরা কোন কাজ করার জন্য পরামর্শ নিই তাদের থেকে যারা সে বিষয়ে অবিঙ্গ নয়,যার কারণে আমরা সঠিক তথ্য পায় না। যার ফলে আমরা কোন একটা কাজ সঠিকভাবে করতে পারি না।আমি যদি বাড়ি বানানোর জন্য ডাক্তারের পরামর্শ নিই,তাহলে সঠিক তথ্য পাব না।আমাকে সঠিক তথ্য পেতে হলে ইন্জিনিয়ারের কাছে যেতে হবে। তাহলে এটা আমরা ভাল করে জানি যে, বাড়ি বানাতে হলে আমাকে ইঞ্জিনিয়ারেের কাছে যেতে হবে।কারণ তিনি সে বিষয়ে ভাল জানে।এটা যদি আমরা আমাদের জিবনে একটা সটিক সিদ্ধান্ত নিয়ার সময় করি।তখন আপনার সফলতার পথ আরো সহজ হবে।আপনাকে একজনে একটা বিষয় বলছে,এটা আপনি যে এই বিষয়ে ভাল জানে তার সাথে শেয়ার করেন,তাহলে আপনার স্বিদ্ধান্ত নিতে আরো সহজ হবে।তাই আজকে কিছু বিখ্যাত ব্যক্তির কথা আপনাদের সাথে শেয়ার করব,,
সফল মানুষের ১০ কথা,যা আপনার জিবন পরিবর্তন করে দিতে পারেঃ-
১.যদি এমন কোনো পথ বের করতে না পারো , যা তোমার ঘুমের সময়েও তোমার জন্য উপার্জন করবে ৷ তবে তুমি মরার আগ অবধি কাজ করে যাবে ৷ “
-ওয়ারেন বাফেট।
২. ” যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে , তখন তুমি ভুলে যাবে যে ‘তুমি কে’ ? কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে , তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে ‘তুমি কে’ ? “
- বিল গেটস
৩. ” আপনি পৃথিবীর চারপাশে তাকান, নিজেকে প্রশ্ন করুন ৷ পৃথিবী বদলে দেবার আইডিয়াগুলোর জন্ম কোথায় ? মানুষ বলে, এটা তোমার দ্বারা হবে না ৷ সেক্ষেত্রে তোমার কাজ হবে, সব ধারণাকে পাল্টে নির্দিষ্ট কাজটি শেষ করার লক্ষ্যে অটল থাকা ৷ “
- রতন টাটা।
৪. আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ।
- বিল গেটস
৫. দুঃখ গুলোকে অনেক বড় মনে হয়, সুখ গুলোর চেয়ে।
কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয়, হাজার ব্যর্থতার চেয়ে !!!
- সুজন মজুমদার ।
৬. “আমি একা এই পৃথিবীকে বদলে দিতে পারবোনা। তবে আমি স্বচ্ছ জলে একটি ছোট পাথরের টুকরো নিক্ষেপ করে বড় বড় জলতরঙ্গ সৃষ্টি করতে পারবো।“
- মাদার তেরেসা
আপনি আমি সেই চেষ্টাটুকু করছি তো ?
৭. “কারোর নেতৃত্বের অপেক্ষা না করে নিজ থেকেই সকল উদ্যোগ নেয়া উচিত।“
- মাদার তেরেসা
৮. আজ হয়ত দিনটি খারাপ যাচ্ছে, কাল আরও খারাপ যাবে, কিন্তু কালকের পরের দিনটি অবশ্যই ভালো যাবে।
- জ্যাক মা ।
৯. কৌতুহল আমাদের সবারই আছে, কিন্ত কৌতুহল মেটানোর জন্যে প্রয়োজনীয় পরিশ্রমটি আমরা করি না। করতে চাই না।
- হুমায়ূন আহমেদ।
১০. সফল ব্যক্তিদের সাফল্যের পেছনে রহস্য হলো, তারা কখনও হার মানেন না।
এই উক্তিগুলো পড়ুন এবং জিবনে পরিবর্তন আনার জন্য কাজ করুন।শুধু পড়লে হবে জিবনে মানার চেষ্টা করুন।সফলতা আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ।
সাথে থাকার জন্য ধন্যবাদ।এরকম আরো উক্তি পেতে আমাদের সাথে থাকুন।
 
 
 
0 Comments