মেসি সম্পর্কে আপনি কতটুকু জানেন? যার কারণে তাকে নিয়ে খারাপ খারাপ ট্রল করেন?
ফোর্বেস এর তালিকায় মেসি বিশ্বের সেরা ৫০ ডোনেটরের মধ্যে আছেঃ
★ মেসির বার্ষিক ইনকাম ৮৪০ লক্ষ ইউরো।
★মেসি তার ৮০% ইউনিসেফকে দান করে দেয়।
★চ্যারিটেবল ট্রাস্ট ইউনেস্কোর ৪৭% আয় আসে মেসির দান থেকে।
★ সারা বিশ্বের ১৮৯ টি দেশের ৮৬৪৩ টি স্কুল তৈরিকারী ব্যক্তি হলেন মেসি।
★মেসি বছরে ৪০ মিলিয়ন শিশুদের স্কুলের ব্যয়ভার বহন করে।
★মেসি বার্সেলোনা থেকে মিলিয়ন মিলিয়ন ইউরো নেয় তাই না? এই অর্থের বড় একটি অংশ দান করেন বার্সারই যুব প্রকল্প লা মাসিয়াতে যেখানে মেসি নিজেই বড় হয়েছেন।
★ মেসির চ্যারিটেবল ট্রাস্ট মেসি ফাউন্ডেশন বছরে ১০ মিলিয়ন পথ শিশুদের আর্থিক এবং সামাজিক সমস্যার সমাধান করে থাকে।
★মেসি কর ফাঁকির মামলায় পাওয়া ৬৫ হাজার ইউরো গরিব শিশুদের মাঝে দান করে দিয়েছেন।
★মেসি বিশ্বকাপে রানার্সাপে পাওয়া পুরো টাকা আর্জেন্টিনার একটি হাসপাতালে দান করে দিয়েছিলেন।
★ইজরাইল যখন ফিলিস্তিনের উপর হামলা করেছিল তখন মেসি বলেছিল আমি ঘৃনা করি ঐ সমস্ত ব্যক্তিদের যারা শিশুদের উপর আঘাত করে এবং পরে নিজেই ফিলিস্তিনে গিয়ে সেই শিশুদের মাঝে দান করেছিলেন ১০ মিলিয়ন ইউরো।
★ফোর্বেস এর তালিকায় মেসি বিশ্বের সেরা ৫০ ডোনেটরের মধ্যে আছে।✌
So Respect him❤
💘বিশ্বময় মেসি
💘ভিন্নগ্রহের মেসি
💘ক্ষুদে জাদুকর মেসি
💘লিওনেল আন্দ্রেস মেসি
💘আর্জেন্টাইন সুপারস্টার মেসি
💘হেজার্ডকে বলা হয় বেলজিয়ামের মেসি
💘জেরাদান শাকিরিকে বলা হয় সুইস মেসি
💘মারিও গোটসেকে বলা হয় জার্মানির মেসি
💘মোহাম্মদ সালাহকে বলা হয় মিশরের মেসি
💘পাড়া মহল্লার ছোট ছেলেটাও দাবি করে মেসি
💘প্রতিটি গ্রামের সবচেয়ে ভাল প্লেয়ারটিও মেসি
💘ফুটবল পায়ে কারিকুরি দেখানো ছেলেটাও মেসি
💘একজন প্লেয়ারকে পাঁচ- ছয় জন টার্গেট করে খেলবে তারই নাম মেসি।
💘ইরান,আফগানিস্তানসহ সারাবিশ্বে
জন্মগ্রহণ করছে অসংখ্য মেসি।
💘ফুটবল পাগল ছেলে বাবার কাছে একজোড়া বুটের দাবি করলে, বাবা বলে তুমি কি মেসি?
💘ফুটবল পাগল বাবা সদ্য জন্ম নেওয়া
শিশুর কানে কানে বলে বড় হয়ে তুমি হবে মেসি😍
📺জি বাংলা,স্টার জলসা,স্টার প্লাসদের হটিয়ে খেলা দেখতে হলে, তাদের প্রশ্ন কার খেলা, উত্তরে বলতে হয় মেসির খেলা..!
🏃♂️মেসির খেলায় ছন্দ আছে। ফুটবল মেসির কাছে ঋণী।
সবাই-ই ফুটবলার কিন্তু সবাই মেসি নয়।💘💘💘
আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন মেসি কে হেদায়ত দান করেন।

0 Comments