মসজিদে আল-আকসা নির্মাণ ও সুলাইমান (আঃ) ইন্তেকাল

হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে ফেরিত একজন নবী। তিনি হজরত দাউদ (আঃ)-এর ছেলে।হজরত দাঊদ (আঃ) ছিলেন আল্লাহর নবী।আল্লাহ ওনাকে রাজত্ব দান করেছিলেন।ওনার মৃত্যুর পর হজরত সুলাইমান আলাইহিসসালাম রাজত্বের অধিকার লাভ করেন।আল্লাহ ওনাকে পৃথিবী শাষন করার ক্ষমতা দেন।আল্লাহ পৃথিবীর সকল জিবের   ভাষা বুজার ক্ষমতা দিয়েছিলেন। তাই সকল জিবের ভাষা বুজতেন।তিনি ছিলেন মসজিদে আল-আকসার নির্মাতা।আজকে আমরা জানব কিভাবে মসজিদে আকসা নির্মাণ করেছিলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম। চলুন শুরু করি,,,, 

মসজিদে আল-আকসা নির্মাণ ও সুলাইমান (আঃ) ইন্তেকালঃ


হজরত সুলাইমান আলাইহিসসালাম জ্বিনের ভাষা বুঝতেন। এবং জ্বিনদের বিভিন্ন কাজ করাতেন।আর মসজিদে আকসাও তৈরি করছে জ্বিনেরা। হজরত সুলাইমান আলাইহিসসালাম যখন জ্বিনদের দিয়ে মসজিদে আল-আকসার কাজ শুরু করেন।তখন ওনার নিকট হজরত আজরাইল (আঃ) জান কবজ করার জন্য আসে তখন তিনি জ্বিনদের বলেন, আমার জন্য একটা কাঁচের বাক্স তৈরি কর। তখন তারা কাচের বক্স তৈরি করে।তখন তিনি সেখানে ডুকে একটা লাঠি নিয়ে দাড়িয়ে আছেন আর হজরত আজরাইল (আঃ) জান কবজ করে চলে গেলেন।

এরপর ওনি এখানে লাঠির উপর ভর করে দাড়িয়ে আছেন।জ্বিনরা ছিল বেশি দুষ্টু। কাজে ফাঁকি দিত বেশি।যদি সুলাইমান আলাইহিসসালাম সামনে না থাকতেন তারা কাজ করত না। তাই তিনি জ্বিনরা যাতে কাজে ফাকিঁ না দেয়।তার জন্য তিনি মৃত্যুর পরেও গ্লাসের ভিতর লাঠিয়ে নিয়ে দাড়িয়ে ছিলেন।

যখন তারা কাজে ফাঁকি দেয়ার কথা ভাবত।তখন তারা গ্লাসের দিকে দেখ হজরত সুলাইমান আলাইহিসসালাম লাঠি নিয়ে দাড়িয়ে আছেন।তখন তারা কাজে ফাঁকি দিতে পারত না। এভাবে মসজিদে আকসা তৈরি হয়ে গেল।তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম এর লাঠি ভেঙ্গে যায়।তখন তারা বুঝতে পারল।ওনি অনেক আগে মারা গেছেন। তখন তারা আফসোস করল।

যদি হজরত সুলাইমান আলাইহিসসালাম এই কাজটি না করতেন, তাহলে মসজিদে আকসা নির্মাণ হত না।

সবাইকে ধন্যবাদ পোস্টটি মনযোগ দিয়ে পড়ার জন্য।এরকম আরো নবী রাসূলের কাহিনী ফেতে আমাদের সাথে থাকুন।ধন্যবাদ        

Post a Comment

0 Comments