আল-আকসা মসজিদে ফিলিস্তিনি পতাকা না উড়ানো পর্য’ন্ত আমরা থামব নাঃ মাহমুদ

আল আকসা মসজিদ হল মুসলমানদের ৩য় পবিত্র স্থান। ইহুদিরা ষড়যন্ত্র করে আজকে সেই মুসলমানের পবিত্র ভূমিতে মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে।সেখানে মুসলমানদের নামাজ পড়তে দিচ্ছে।তারা একটা বাক্সে লোভে মুসলমানের জায়গা তারা দখল করছে।হজরত সুলায়মান (আঃ)   এর সিংহাসনের লোভে তারা মরিয়া হয়ে উঠেছে।কিন্তু তারা তা কখনো পাবে না।কারণ একদিন একদিন এই আল আকসা মসজিদ মুসলমানদের দখলে আসবে আর এটা বেশি দূরে নয়। 


আল-আকসা মসজিদে ফিলিস্তিনি পতাকা না উড়ানো পর্য’ন্ত আমরা থামব নাঃ মাহমুদ।

ফিলি’স্তিনি স্বশা’সন ক’র্তৃপক্ষের প্রেসিডে’ন্ট মাহমুদ আব্বাস বলে’ছেন, ইহু’দিবাদী ইসরা’ইল যদি পশ্চিম তীরের কোনো একটি অংশ দখল’কৃত ভূমির সঙ্গে সংযুক্তি করার চেষ্টা করে তাহলে তিনি তেল আবিবের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করবেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফি’লিস্তিনি ভূমি দখলের ৭২তম নাকাবা দিবস বা বিপর্যয় দিবস উপলক্ষ্যে দেয়া এক ভাষণে বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধি’কার বানচাল করার জন্য ইহুদিবাদী ইসরা’ইলের সকল পরিকল্পনা এবং ষড়’যন্ত্র ফি’লিস্তিনের সব প্রতি’রোধ’কামী সংগ’ঠনের সহযোগিতায় রুখে দেয়া হয়েছে। মাহমুুদ আব্বাস বলেন, ফিলিস্তিনি জনগণের চলমান আন্দোলন সংগ্রাম কখনই থামবে না যতদিন না পর্যন্ত মুসল”মানদের প্রথম কেবলা আল আকসা মসজিদে এবং ফিলিস্তি’নের রাজধানী বায়তুল মোকাদ্দাস

বা জেরুজা’লেমে ফিলি’স্তিনি পতাকা না উড়ানো হয়। প্রেসিডেন্ট মাহ’মুদ আব্বা’স বলেন, দখল’দার ইসরাইলের নানামুখী ষড়’য’ন্ত্র এবং বিদ্বে’ষী নীতি অব্যাহত থাকা সত্ত্বে’ও স্বশা’সন কর্তৃপক্ষ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধি’কার আদায়ে সঠিক কর্ম’পন্থা অব’লম্বন করবে এবং ফিলি’স্তিনিদে’র পবিত্র ভূমি থেকে দখলদারদের না তা’ড়ানো পর্যন্ত প্রতি’রোধ সংগ্রাম অব্যা’হত থাকবে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপ’ক্ষের প্রেসি’ডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা যদি পশ্চিম তীরের ভূমি দখলের ষ’ড়যন্ত্র’মূলক চু’ক্তি বাস্তবায়ন করে তাহলে তিনি তেল আবিব ও

ওয়াশিং’টনের সঙ্গে সম’স্ত চুক্তি বা’তিল করবেন। ইসরাইলের যু’দ্ধ’বাজ প্রধানম’ন্ত্রী বেনিয়ামিন নেতা’নিয়া’হুর লিকুদ পার্টি ইসরা’ইলের সংসদ নেসেটে একটি বিল উত্থা’পন করেছে। ওই বিলে জর্দান উপত্যকা, ডেড সি’র উত্তরা’ঞ্চল এবং প’শ্চিম তীরকে ইস’রাইলের সার্বভৌম অ’ঞ্চল হিসেবে সংযু’ক্ত করার প্রস্তা’ব করা হয়েছে। সূত্র: পার্সটুডে

Post a Comment

0 Comments