কিভাবে করবেন নেটওয়ার্ক মার্কেটিং ?জেনে নেয়া যাক.....
নেটওয়ার্ক মার্কেটিং করতে হলে নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত কোম্পানি হতে হবে,তাদের প্রোডাক্ট কেমন দেখতে হবে।নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্ট হতে হবে অত্যন্ত ভাল।
নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ শুরু করার জন্য, আপনার এমন কিছু কোম্পানি গুলির বেপারে খোঁজ করতে হবে, যারা এই ধরণের মার্কেটিং এর মাধ্যমে products বিক্রি করেন।
আপনার দেশ (country) বা শহরে (city) এরকম অনেক কোম্পানি অবশ্যই থাকবে।
তবে, গুগলে সার্চ করে আপনার পাশে থাকা এই ধরণের কোম্পানি গুলির বিষয়ে অবশই জেনে নিতে পারবেন।
নেটওয়ার্ক মার্কেটিং করতে হলে,২য় শর্ত হলো আপনাকে ট্রেনিং করতে হবে,আপনাকে প্রতিনিয়ত শিখার মানসিকতা রাখতে হবে।আপনি যত শিখবেন তত আপনি নতুন নতুন বিষয় সম্পর্কে জানবেন।তখন আপনার কাওকে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কাওকে বলতে ভয় লাগবে না।তাই ট্রনিং করা অত্যন্তগুরুত্বপূর্ণ।
প্রথম অবস্থায়, সোশ্যাল মার্কেটিং এর মাধ্যমে products বিক্রি করতে বা নতুন নতুন লোকেদের এখানে যোগ করাতে আপনার অসুবিধে অবশ্যই হবে।
তবে, কিছু দিন পর যখন আপনি কাজটি ধরে নিবেন এবং আপনার নিচে প্রচুর লোকেরা কাজ করবে, তখন আপনার জন্য এই কাজ অনেক সহজ হয়ে দাঁড়াবে।
একটি ভালো, “network marketing company” র সাথে সংযুক্ত হওয়ার পর, আপনাকে নিজের products এবং business এর প্রচুর মার্কেটিং বা advertisement করতে হবে।
যাতে, অধিক সংখ্যক লোকেরা আপনার business model এবং products এর বেপারে সহজেই জেনেনিতে পারে।
এই ক্ষেত্রে, আপনি নিজের একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন বা সোশ্যাল মিডিয়া (social media) গুলির মাধ্যমে নিজের ব্যবসা ও products গুলির প্রচার চালিয়ে যেতে পারবেন।
তাছাড়া, একটি YouTube channel তৈরি করে ভিডিও ও ভিডিও মার্কেটিং এর মাধ্যমেও অনলাইনে সহজে ব্যবসার প্রচার করতে পারবেন।
এর বাইরেও, ডিজিটাল মার্কেটিং এর সাহায্য নিয়েও দ্রুত গতিতে ইন্টারনেটের মাধ্যমে, ব্যবসার প্রচার করা সম্ভব।
মনে রাখবেন, যতটা বেশি লোকেদের এই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার বিষয়ে বুঝিয়ে ব্যবসার সাথে সংযুক্ত করাতে পারবেন, ততটাই বেশি লাভ ও আয় আপনার হতে থাকবে।
সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।এরকম আরো নতুন নতুন নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন।
আপনার চিন্তা-ভাবনা পরিবর্তন করুন,
আপনার জিবন পরিবর্তন হয়ে যাবে।
0 Comments