নিশ্চয় রক্তদান করা একটি মহৎ কাজ।এর মধ্যমে একটা মানুষের জিবন বাচে।মেয়েদের ক্ষেত্রে এমন কিছু সময় আছে যখন রক্তদান করলে যে রক্ত দিবে তারও ক্ষতি আর যাকে দিবে তারও ক্ষতি।আজকে আমরা জানব মহিলা কোন সময় রক্তদান করতে পারবে না।
যে সাতটি সময় চলাকালীন মেয়েরা রক্ত দান করতে পারবে না, তা হলোঃ-
১) পিরিয়ড চলাকালীন এবং কমপ্লিট হবার ৭ দিনের মধ্যে রক্তদান করা যাবে না।
২) সন্তান গর্ভে থাকা অবস্থায় রক্তদান করা যাবে না।
৩) সন্তানের বয়স ২ বছর হওয়ার অাগ পর্যন্ত রক্তদান করা যাবে না।
৪) ছেলেদের তুলনায় মেয়েদের হিমোগ্লোবিন কম থাকে ; সুতরাং প্রতিবার মহিলাদের উচিত হিমোগ্লোবিন টেষ্ট করে রক্তদান করা। হিমোগ্লোবিন ১২.০০ এর নিচে হলে রক্তদান করা যাবে না।
৫) ডায়বেটিস এবং হাই প্রেসার / লো প্রেসার যাদের অাছে রক্তদান করা যাবে না। ড
৬) অতিরিক্ত এলার্জি যাদের অাছে উনারা রক্তদান করতে পারবেন না।
৭) অনিয়মিত পিরিয়ড হলে ডাক্তারের পরামর্শ নিয়ে রক্তদান করা উচিৎ।
---
বিঃদ্রঃ বোনদের অনুরোধ - স্বেচ্ছায় রক্তদান নিঃসন্দেহে মহৎ কাজ। তাই, অাপনারা অন্তত নিয়ম মেনে রক্তদান করুন। এতে নিজেরই ভালো হবে + যে রোগীকে দিচ্ছেন - উনার ও উপকার হবে
এরকম আরো স্বাস্থ্য সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন।ধন্যবাদ
0 Comments