যদি একজন ব্যবসায়ী হিসেবে ভাবছেন, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং সঠিক ভাবে বুঝতে পারলে এর মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে অনেক দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
এবং যদি, নেটওয়ার্ক মার্কেটিং কে একটি ব্যবসা হিসেবে নিয়ে কাজ করে টাকা আয় করার কথা ভাবছেন, তাহলে এর মাধ্যমে প্রচুর ইনকাম করা সম্ভব।
তাহলে, এই ব্যবসা কেন করবেন ? কি কি লাভ হবে নেটওয়ার্ক মার্কেটিং করে ?
নেটওয়ার্ক বিপণনের সুবিধা কী কী?(What are the benefits of network marketing ?)
এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাভ ও সুবিধা হলো, এই ব্যবসার মাধ্যমে আপনি part-time এবং full-time দুটো মাধ্যমেই টাকা আয় করতে পারবেন।
এবং, কত টাকা আয় করতে পারবেন তার কোনো সীমাবদ্ধতা নেই।
- একটি অনেক লাভজনক মাধ্যম, যার দ্বারা ঘর থেকেই কাজ করে আয় করা যাবে।
- যদি পার্ট-টাইম ব্যবসা হিসেবে করতে চাচ্ছেন, তাহলে এখানে কেবল ২ থেকে ৩ ঘন্টা কাজ করেই আয় করতে পারবেন।
- আপনার নিচে যারা যারা কাজ করবে, তাদের মাধ্যমে হওয়া বিক্রির থেকেও আপনি কমিশন (commission) পাবেন।
- আপনি আপনার নিচে অসংখ্যক লোকেদের যোগ করাতে পারবেন।
- চাকরির জীবন ছেড়ে, নিজেকে একজন ব্যবসায়ী (businessman) হিসেবে পরিবর্তন করতে পারবেন।
- Product selling এবং marketing এর বিষয়ে আপনার প্রচুর অভিজ্ঞতা হবে।
- যদি ব্যক্তিগত চাকরির (job) সাথে সাথে এই ব্যবসাও করতে পরনে, তাহলে এক্সট্রা ইনকাম প্রচুর হবে।
- শেষে, নেটওয়ার্ক মার্কেটিং এর কাজটি সম্পূর্ণ ভাবে ধরে নিতে পারলে, আপনি নিজেই নিজের মালিক হয়ে কাজ করতে পারবেন।
এই ধরণের কাজ যেকেও করতে পারবেন, পুরুষ বা মহিলা তাছাড়া কোনো বয়স নিয়ে কোনো কথা নেই।
আপনি যদি, মার্কেটে product বিক্রি করতে পারবেন বলে ভাবছেন, এবং অন্যান্য লোকেদের এই ব্যবসাতে যোগ করাতে পারবেন, তাহলে অবশই নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ করে দেখতে পারেন।
তাহলে বন্ধুরা, বুঝলেনতো নেটওয়ার্ক মার্কেটিং কেন করবেন এবং এই বিজনেসে কি কি লাভ রয়েছে।
এরকম আরো নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন।এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।ধন্যবাদ সবাইকে
তোমার চিন্তাভাবনা পাল্টাও,
তোমার জিবন পাল্টে যাবে.
0 Comments