PUBG Game কেন খেলবেন না জেনে নিনঃ-
ইসলামকে ধ্বংস করার পরিকল্পনা দিনে দিনে ভালোই ছড়িয়ে পড়ছে মুসলমান দের মধ্যে।
আজ খুব কষ্ট সহকারে বলতে হচ্ছে
আমরা কেমন মুসলমান আমরা নিজেও জানিনা ??
১.যেই গেইমে কোরআন শরীফ মাটিতে পড়ে থাকে (নাউজুবিল্লাহ)
২. আল্লাহর নাম বাথরুমে লেখা থাকে (নাউজুবিল্লাহ)
৩. আমাদের আদি পিতা ও আদি মাতা ( আদম আঃ ও হাওয়া আঃ ) এর মূর্তি বানিয়ে গেমে দেওয়া হয় এবং পোশাক এতটাই খারাপ 🙂
৪. শয়তান, দাজ্জাল , ফেরাউন ও বিভিন্ন ইলুমিনাতিদের আবির্ভাব তুলে ধরা হয় । বিভিন্নভাবে তাদেরকে গেম এর মধ্যেও স্থাপন করা হয় ।
৫. বিভিন্ন দরজায় কাবা শরীফের দরজার ডিজাইন দিয়ে শয়তানের শহরকে বোঝানো হয় ।(নাউজুবিল্লাহ)
৬. প্রত্যেকটা ডিজাইন এ আল্লাহ এর নাম ব্যঙ্গ স্বরূপ দেওয়া হয় । ( নাউজুবিল্লাহ)
.
আরও এমন অনেক কিছু আছে যা বলে শেষ করতে পারবো না 💔🙂
এত কিছু জানার পরেও আমরা মুসলমান এই গেম গুলা খেলি । আর এখন এই গেমটার প্রতি আমরা এতটাই আসক্ত হয়ে গেছি যে এগুলো আমাদের কাছে সামান্য মনে হচ্ছে । জানি এখানে অনেক নেগেটিভ কমেন্ট আসবে কিন্তু কোন সমস্যা নেই। সমস্যা একটাই যে এই গেম যারা বানিয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য তারা দিনে দিনে জয়ী হয়ে যাচ্ছে । মুসলমানরাই এই গেমের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করে কিন্তু এতোটুকু বুঝে না এই গেমের মধ্যে তাদের ধর্মকে তাদে noর নবীদেরকে এবং তাদের আল্লাহকে অপমান করা হচ্ছে ।
ইসলামকে ধ্বংস করার পরিকল্পনা দিনে দিনে ভালোই ছড়িয়ে পড়ছে মুসলমান দের মধ্যে ।
.
আপনাদের সবাইকে বিবেক ও বুদ্ধি দিয়েছে আল্লাহ
এখন আপনারাই ভেবে দেখুন কি করবেন ??
শুধু শুধু তো আর এই গেমটা হারাম বলা হয় নাই !
একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে কেউ স্থায়ী থাকতে পারবে না
মৃত্যুবরণ করতেই হবে ।
ফিরে যেতে হবে আমাদের তখন কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবেন ?? যে গেম টাতে আল্লাহ কে অপমান করা হয়েছে তার ধর্মকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে । এখন না হলে সেই গেমটা খেলছেন কিন্তু তখন তার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন ????
একটু ভেবে দেখবেন সবাই
আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক
আমিন।
0 Comments