শয়তানের আক্রমণ থেকে ঘরকে হেফাজতের আমল ও দোয়াঃ-
কুরআন মাজীদ আল্লাহ নাজীল করেছেন মানবজাতির হেদায়াতের জন্য। মানবজাতির কল্যানের জন্য সকল বিষয় আল্লাহ কুরআন মাজীদে বলে দিয়েছেন।আল্লাহ তা য়ালা আমরা কিভাবে শয়তানের আক্রমণ থেকে মুক্তি পাব সে বিষয়ে কুরআনের মধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন।চলুন আজকে আমরা জানব কুরআন ও সুন্নাহর আলোকে আমরা কিভাবে শয়তানের আক্রমন থেকে বাড়িকে হেফাজত রাখব সে বিষয়ে,,চলুন শুরু করি,,,
কুরআনুল কারিমের ঘোষণা- ‘নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু’। এটি মহান আল্লাহর বাণী। আসলেই শয়তান মানুষের চিরশত্রু, যে ঘরে বা যে মজলিশে সে প্রবেশ করে ঐ ঘরের পরিবেশকে সমূলে বিনষ্ট করে দেয়। পরিবারের সদস্যদের মাঝে সৃষ্টি করে শত দ্বিধা-বিভক্তি। যা মানুষের সুখ-শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে দেয়। ধংস করে দেয় সুন্দর আত্ম-সামাজিক অবস্থান।
তাই নিজ নিজ ঘরকে শয়তানের আক্রমণ থেকে হেফাজত করতে প্রয়োজন ইস’লামের দিকনির্দেশনা মেনে জীবন-যাপন করা। যে আমল ও দোয়ায় নিজ নিজ ঘরকে শয়তানের আক্রমণ থেকে হেফাজত করা যাবে তা তুলে ধ’রা হলোঃ-
১. ঘরে সালাম প্রচলন করাঃ-
বাহির থেকে ঘরে প্রবেশ করতেই ঘরে অবস্থানরত পরিবারের লোকদের সালাম দেয়া। আল্লাহ বলেন-
– ‘যখন তোম’রা ঘরে প্রবেশ করবে তখন তোম’রা তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে অ’ভিবাদন স্বরূপ যা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র। (সুরা নূর : আয়াত ৬১)
– ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- তুমি যখন তোমা’র ঘরে প্রবেশ করবে তখন সালাম দেবে তা তোমা’র জন্য এবং তোমা’র পরিবারের জন্য বরকত হবে।’ (তিরমিজি)
২.ঘরে প্রবেশের সময় এ দোয়া পড়াঃ-
بِسْمِ اللهِ وَلَجْنَا وَ بِسْمِ اللهِ خَرَجْنَا وَ عَلَى اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا
উচ্চারণ : ‘বিসমিল্লাহি ওলাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা, ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।’ (আবুদাউদ)
৩.খাবারের সময় দোয়া পড়াঃ-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- ’যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করার সময় এবং খাবার খাওয়ার সময় দোয়া পড়ে, তখন শয়তান বলে আজ এখানে তোমাদের রাতযাপন এবং রাতের খাবারের কোনো সুযোগ নেই। (মু’সলিম)
৪. সুরা বাকারা তেলওয়াত করাঃ-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ‘সবকিছুরই একটি চুড়া থাকে আর কুরআনের চুড়া হল সুরা আল-বাক্বারা। শয়তান যখন সুরা আল-বাকারার তেলাওয়াত শোনে তখন সে ঐ ঘর থেকে বের হয়ে যায়। যেখানে তা তেলওয়াত করা হয়।’ (মু’সতাদরেকে হাকেম)
ইনশাআল্লাহ এই কুরআন ও সুন্নতের কথা গুলা যদি মেনে চলেন।ঘরকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন।
0 Comments