৩১শে জুলাই রাত ৯ঃ৩০ মিনিটের সময় পুলিশের গুলিতে নিহত হন,বাংলার আরেক সিংহপুরুষ মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খান। কেন তাকে এভাবে প্রাণ দিতে হল এর উত্তর মিলাতে পারি নি কেও।আজকে আমরা মেজর সিনহার জিবনী সর্ম্পকে জানব,,চলুন শুরু করি,,,
মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খানের জিবনীঃ-
জন্মঃ- ১৯৮৪ সালে কর্ণফূলির চন্দ্রঘোনায় জন্মগ্রহন করেন মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খান। তিনি ২ বোনের এক ভাই ছিলেন। এক বোন বড় আরেক বন ছোট।বড়বোন একটা সরকারি স্কুলের শিক্ষক আর ছোট বোন আমেরিকা থাকে আমাজনে চাকরি করে।
শিক্ষাজিবনঃ- কুর্মিটোলার বিএএফ শাহীন কলেজ থেকে এসএসসি এবং রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেন সিনহা মুহাম্মদ রাশেদ খান।
পেশাঃ-অল্পবয়স থেকেই সিনহার ছিল অ্যাডভেঞ্চারের নেশা। তিনি চেষ্টা করতেন প্রকৃতির খুব কাছাকাছি থাকতে। তাই ভ্রমণ হয়ে উঠেছিল তার নেশার বিষয়। শিক্ষাজীবনে কৃতিত্ব দেখানো সিনহা সেনা কর্মকর্তা।গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।তিনি ৫সেকেন্ডে ৮টি গুলি করতে সক্ষম ছিলেন। এই সময়ে সেনাজীবনে বড় কোনো অর্জনের আরও চাওয়া হয়তো ছিল না। তাই জীবন নিয়ে ভিন্ন চিন্তা শুরু করেছিলেন। ভ্রমণ আর নতুন কিছু করার চিন্তায় চাকরি থেকে অবসর নিয়েছিলেন। শুরু করেছিলেন নিজের মতো পথচলা।
মৃত্যুঃঃ ৩১ জুলাই ২০২০ সালে পুলিশের গুলিত নির্মমভাবে হত্যা করা হয় মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খানকে।
0 Comments