সুস্থ থাকা সম্ভব,যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে : মার্কিন গবেষণা

যুগে যুগে প্রমাণ হয়েছে ইসলাম শান্তির ধর্ম।ইহুদী, খ্রিষ্টানরাও আজ মুসলমানের ইবাদত নিয়ে গভেষণা করে।ইসলাম কেন শান্তির ধর্ম এটা বুঝার জন্য। তারা গবেষণা করে বুঝতে পারল, যে ইসলামে এমন কোন বিষয় নাই যা মানুষের জন্য অকল্যাণ। তাই আজ অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে।


সুস্থ থাকা সম্ভব,যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে : মার্কিন গবেষণাঃ-

নামাজ নিয়ে গবেষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বিংহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। পরে তারা দীর্ঘ পর্যবেক্ষণ ও পরীক্ষার ফলাফলে বলেছেন, এটা প্রমাণ করেছে যে, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে মানুষ স্বাস্থ্যগত দিক থেকেও উপকৃত হতে পারে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে সক্ষম।

গবেষকরা বলেছেন, নামাজের সময় শারীরিক যে ক্রিয়া হয়ে থাকে, এটা যদি নিয়মিতভাবে ও নির্ধারিত সময়ে হয় তবে অন্য সকল চিকিৎসা থেকে পিঠের ব্যথা কমানোর ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করবে এই নামাজ।

শারীরিক এই উপকার ছাড়াও নামাজ আল্লাহর সাথে মানুষের সম্পর্ক বৃদ্ধি করে। আর এই সম্পর্ক মানুষের আত্মাকে প্রশান্ত করে। নিয়মিত নামাজ শরীরের ওপর এই ঝিম প্রভাব, রক্তচাপ এবং হৃদস্পন্দন কমাতে পারে, পরিণামে পেশী শিথিল করতে সাহায্য করে। পবিত্র কুরআনে মহান আল্লাহপাক ইরশাদ করেছেন, তারাই এ ধরনের লোক যারা (এ নবীর দাওয়াত) গ্রহণ করেছে এবং আল্লাহর স্মরণে তাদের চিত্ত প্রশান্ত হয়।

Post a Comment

0 Comments