নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে মানুষের ভূল ধারনা

নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে মানুষের ভূল ধারনা গুলো নিচে আলোচনা করা হল,,,,,


আমাদের দেশের অধিকাংশ মানুষই নেটওয়ার্ক মার্কেটিং  ব্যবসা পদ্ধতিটা ভাল করে বুঝতে না পারার কারণে এই ব্যবসার ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করেন। প্রচলিত দু’একটি কোম্পানির বিজনেস প্লানের সাথে আংশিক বা পুরোপুরি পরিচিত হয়ে পুরো এমএলএম পদ্ধতিকে ভাল বা মন্দ বলা কোন অবস্থাতেই যুক্তিসঙ্গত হতে পারে না। আমাদের দেশের অনেক মানুষেরই নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যাপারে ভুল ধারনা রয়েছে। যেমন-

১নংঃ-
নেটওয়ার্ক মার্কেটিং’ কোম্পানিকে অনেকেই ব্যাংক, বীমা কিংবা কো-অপারেটিভ সোসাইটিসহ বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের মতো মনে করেন।
আসলে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি মোটেও সেরকম বা সে জাতীয় কোন প্রতিষ্ঠান নয়।
২নংঃ-
নিউওয়ে, ডেসটিনিসহ বিভিন্ন কোম্পানির বাইনারি প্লান দেখে অনেকেরই এই ধারনা তৈরি হয়ে যায় যে, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির কাজই হচ্ছে ডানে একজন বামে একজন মানুষ ঢুকানো।
প্রকৃতপক্ষে অনেকগুলো পদ্ধতির মধ্যে এটি মাত্র একটি পদ্ধতি। বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির বিভিন্ন রকম বিজনেস প্লান রয়েছে।
৩নংঃ-
ডান-বাম ব্যালেন্স না হলে ইনকাম পাওয়া যায় না, যার ফলে অনেক ডিস্ট্রিবউটর ক্ষতিগ্রস্থ হয় আর কোম্পানি লাভবান হয়।
আসলে ব্যালেন্স বাইনারি লেভেল (বিবিএল) ভিত্তিক কোম্পানিগুলোর ডিস্ট্রিবউটররাই বেশি লাভবান হয়, কোম্পানি লাভ করে খুবই কম। কেননা এই পদ্ধতিতে লভ্যাংশ বা কমিশন বন্টন করতে হয় অনেক বেশি মানুষের মধ্যে আজীবন।
৪নংঃ-
অনেকের ধারনা কোম্পানিতে জয়েন করতে হলে টাকা বিনিয়োগ করতে হয়।
আসলে এমএলএম কোম্পানি কখনোই টাকা বিনিয়োগ করায় না এবং বিনিয়োগের কোন সিস্টেমও নেই।
৫নংঃ-
অনেকেই মনে করেন, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা হচ্ছে রাতারাতি বড়লোক হওয়ার ব্যবসা।
আসলে এই ব্যবসা পদ্ধতিতে কোন অবস্থাতেই কারো পক্ষে রাতারাতি বড়লোক হওয়ার সুযোগ নেই।
৬নংঃ-
অনেকেই মনে করেন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে জয়েন করার পর থেকেই আয় শুরু হয়ে যায় বা শুরু হওয়ার কথা।
আসলে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় জয়েন করার পর কমপক্ষে ৬ মাস কোন আয় শুরু হওয়ার কথা নয় এবং নিয়মিত ভাল আয় করার জন্য কমপক্ষে ২ বছর নেটে কাজ করতে হয়।
৭নংঃ-
অনেকেই মনে করেন এই ব্যবসা পদ্ধতিতে বিনা পরিশ্রমে ও বিনা পুঁজিতে ইনকাম করা যায়।
আসলে এটাও একটা ভুল ধারনা। কারণ নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা পরিশ্রম ও পুঁজি দুটোরই প্রয়োজন হয়।

তাই আপনারে এ ব্যবসা ভালভাবে বুঝুন,তারপর কাজ করেন।এই ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই শিখতে হবে।কারণ এই কোম্পানিতে আপনাকে ট্রেনিং দেয়া হয়।যা আপনাকে ব্যবসা শিখাবে।এই ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই ট্রেনিং করতে হবে।তাহলে আপনি এই ব্যবসায় সফল হতে পারবেন।

নেটওয়ার্ক মার্কেটিং জইন হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।আমরা আপনাকে ট্রেনিং করার মধ্যমে ব্যবসা শিখাব,যাতে আপনি এই ব্যবসায় সফল হতে পারেন।

যোগাযোগঃ-০১৩০০০৩৮১৬৪.   

Post a Comment

0 Comments