সফল মানুষের কিছু সফল উক্তি,যা আমাদেরকে সফলতার পথে এগিয়ে নিতে অসাধারণ ভূমিকা রাখে। তাই আজকে আপনাদের কে কিছু সফল মানুষের উক্তি শুনাব, চলুন শুরু করি,,,,,
১. ” কে বলেছে আমরা দারিদ্র অথবা রোগ-ব্যাধিকে নির্মূল করতে পারবো না ? আমরা অবশ্যই পারবো ৷ সমস্যা যত বড়োই হোক না কেন , আশা মানুষকে বাঁচিয়ে রাখে , নতুন কিছু উদ্ভাবন করতে অনুপ্রেরণা জোগায় ৷ কিন্তু সমস্যাকে নিজের চোখে না দেখলে শুধু আশা দিয়ে সমস্যাকে সমাধান করা যায় না ৷ “
- বিল গেটস, পৃথিবীর ১নং ধনি।
২.” আপনি পৃথিবীর চারপাশে তাকান, নিজেকে প্রশ্ন করুন ৷ পৃথিবী বদলে দেবার আইডিয়াগুলোর জন্ম কোথায় ? মানুষ বলে, এটা তোমার দ্বারা হবে না ৷ সেক্ষেত্রে তোমার কাজ হবে, সব ধারণাকে পাল্টে নির্দিষ্ট কাজটি শেষ করার লক্ষ্যে অটল থাকা ৷ “
- রতন টাটা।
৩.” ভালো বিশ্ববিদ্যালয় থেকে ভালো ডিগ্রি নিয়ে বেরিয়েই একজন শিক্ষার্থী বলছেন , আমাকে চাকরি দিন ৷ এটা বলছেন না যে আমাকে ১০ হাজার ডলার দিন ৷ আমি নিজের ভাগ্য নিজেই গড়ে তুলবো ৷ তার নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ তিনি তুলে দিচ্ছেন অন্যের হাতে ৷ এটা আধুনিক দাসত্ব ৷ “
- ডঃ মুহাম্মদ ইউনুস
৪.” তোমার মন অর্থাৎ অন্তরাত্মাই জানে , তুমি কী হতে চাও ৷ তাই নিজের উপর ভরসা রাখার সাহস থাকতে হবে ৷ কিন্তু আমাদের সবচেয়ে বড়ো সমস্যা হল , আমরা নিজেদের উপর বিশ্বাস হারাই ৷ তাই অন্যের কথায় সহজে প্রতারিত হই ৷ “
- স্টিভ জবস
৫.কন্ঠকে নয়, শব্দকে ধরে তোলো | মনে রেখো- ঝড় নয়, বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে।
- জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
৬.আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ।
- বিল গেটস
৭.দুঃখ গুলোকে অনেক বড় মনে হয়, সুখ গুলোর চেয়ে।
কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয়, হাজার ব্যর্থতার চেয়ে !!!
- সুজন মজুমদার ।
৮.“আমি একা এই পৃথিবীকে বদলে দিতে পারবোনা। তবে আমি স্বচ্ছ জলে একটি ছোট পাথরের টুকরো নিক্ষেপ করে বড় বড় জলতরঙ্গ সৃষ্টি করতে পারবো।“
- মাদার তেরেসা
আপনি আমি সেই চেষ্টাটুকু করছি তো ?
৯.আজ হয়ত দিনটি খারাপ যাচ্ছে, কাল আরও খারাপ যাবে, কিন্তু কালকের পরের দিনটি অবশ্যই ভালো যাবে।
- জ্যাক মা ।
১০.কৌতুহল আমাদের সবারই আছে, কিন্ত কৌতুহল মেটানোর জন্যে প্রয়োজনীয় পরিশ্রমটি আমরা করি না। করতে চাই না।
- হুমায়ূন আহমেদ।
এরকম আরো উক্তি ফেতে আমাদের সাথে থাকুন।ধন্যবাদ
0 Comments